যশোরে রুম্মন নামের যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

0
230

যশোর অফিস

যশোরে যুবলীগ কর্মী রুম্মান (৩১) কে কুপিয়ে হত্যা করেছে একই গ্রুপের অপর সন্ত্রাসীরা। শুক্রবার রাত ১১ টার দিকে শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শহরের টালিখোলা মাদ্রাসা এলাকার লিয়াকত পটোয়ারির ছেলে। এ সময় আরিফ হোসেন শাকিল (৩০) নামে আরেক যুবলীগ কর্মী আহত হয়েছেন।

তিনি একই এলাকার বাবু ড্রাইভারের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রুপের লোকজনের সাথে রুম্মানসহ তার পক্ষের লোকজনের বিরোধ ছিল। তারই জের ধরে আরিফ, আহাদুলসহ ৮-১০ জন শুক্রবার রাত ১১ টার দিকে রুম্মানকে কুপিয়ে হত্যা করে।

আহত শাকিলকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের ডাক্তার প্রসেনজিৎ সাহা জানান, হাসপাতালে আনার আগেই রুম্মানের মৃত্যু হয়েছে।

শাকিলের অবস্থা আশংকাজনক। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, একই পক্ষের সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে রুম্মান। আসামী আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Comment using Facebook