মালয়েশিয়ায় মৃত্যুর ২২ দিন পর দেশে ফিরলো রায়হানের মরদেহ

0
288

স্টাফ রিপোর্টার, মণিরামপুর

সড়ক দূর্ঘটনায় মৃত্যুর ২২ দিন পর দেশে ফিররো রাযহান হোসেনের (২৬) মরদেহ। রায়হান হোসেন মণিরামপুর উপজেলার ঘুঘুরাইর গ্রামের সুলতান হোসেনের ছেলে। ২৮ জানুয়ারী রাতে ঢাকা হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছায়। পরে তা গ্রহন করেন রায়হানের পরিবার।

জানাযায়, সংসারের স্বচ্ছলতা আনতে রায়হান ২০১৯ সালে মালয়েশিয়ায় পাড়ি জমায়। সেখানে বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন।

চলতি বছরের ৭ জানুয়ারি কর্মস্থলে যাওয়ার পথে সকাল ১১ টার দিকে সড়ক দূর্ঘটনায় সে নিহত হয়। দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে শুক্রবার রায়হানের মরদেহ দেশে এসেছে বলে দাবী করেছেন নিহতর পরিবার। এদিকের তার মরদেহ গ্রামের বাড়িতে পৌছুলে নিহতরে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার যোহরবাদ নামাজে জানাযা শেষে ঘুঘুরাইল গ্রামের পারিবারিক কবরস্থানে রায়হানের দাফন কাজ সম্পন্ন করা হয়।

Comment using Facebook