ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের গিট্টু খুলে গিয়েছিল গত ১৮ মার্চ। পাঁচ দিনের মধ্যেই ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে টাইগাররা। জয়ের আনন্দেই গত বৃহস্পতিবার জোহানেসবার্গ থেকে ডারবানে গেছে বাংলাদেশ দল।
আগামী ৩১ মার্চ ডারবানেই প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে মুমিনুল হকের দল। গত কয়েক মাসে তীব্র সমালোচনার তোপে ছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
কিন্তু নীরবে ঠিকই বাংলাদেশকে সাফল্য এনে দিচ্ছেন তিনি। নিজের কাজ দিয়েই জবাব দিচ্ছেন ডমিঙ্গো। গত বুধবার রাতে স্বদেশের বিপক্ষে বাংলাদেশের জয়ে নেচেছেন তিনি। এই সিরিজ জয়ের মূল্যটা বেশ চড়াই দেখছেন ডমিঙ্গো।
ম্যাচের পর শীষ্যদের বলেছেন, এখন বিশ্বকাপ জয়ের বিশ্বাস আসা উচিত বাংলাদেশ দলে। ডারবানে যাওয়ার আগে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এমনটাই বলেছেন।