নওয়াপাড়া ডেস্ক
১৯৭১ সালের ২৫ মার্চ রাতের ঢাকার পরিস্থিতি, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ও আটকের ঘটনা নিয়ে ২৭ মার্চ বিশ্বের অন্তত ২৫টি দেশের পত্রিকা বা সংবাদ সংস্থার খবর প্রকাশিত হয়।
আ.ফ.ম সাইদের ‘বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা: ফ্যাক্টস অ্যান্ড উইটনেস’ বই ও বিবিসির এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে তখন বলা হয়, ‘কলকাতা থেকে সংবাদপত্র প্রতিষ্ঠানের খবরে প্রকাশ যে পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমান এক গুপ্ত বেতার থেকে জনসাধারণের কাছে প্রতিরোধের ডাক দিয়েছেন।
ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছিল ‘ঢাকায় পাকিস্তান বাহিনী আক্রমণ শুরু করেছে। মুজিবুর রহমান একটি বার্তা পাঠিয়েছেন ও সারা বিশ্বের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন।’ দিল্লির স্টেটসম্যানের খবরে বলা হয়, ‘বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছে, সামরিক অভিযানের প্রতিবাদে এ পদক্ষেপ।