সন্ধান চাই

0
390

নওয়াপাড়া ডেস্ক

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া (নিমতলা) গ্রাম থেকে ইসমাইল সরদার নামে ১০ বছরের একটি ছেলে হারিয়ে গেছে। তার পিতার নাম মুক্তার হোসেন। ছেলেটি তৃতীয় শ্রেনীর ছাত্র।তার মুখমন্ডল গোলাকার, গায়ের রঙ শ্যামলা।

উচ্চতা আনুমানিক ৪ ফুট।মাথার চুল ৩ ইঞ্চি লম্বা। গত ২২/০৩/২২ ইং তারিখ মঙ্গলবার মসজিদ থেকে মক্তব পড়ে এসে আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় এবং আর ফিরে আসেনি। হারিয়ে যাবার সময় তার পরণে ছিল কালো ফুল প্যান্ট ও হাফ হাতা কালো গেঞ্জি।

এবিষয়ে অভয়নগর থানায় একটি জিডি করা হয়েছে যার নং-১১৬২। যদি কোনো সহৃদয় ব্যাক্তি ছেলেটির সন্ধান পান তাহলে ০১৯৩০-১৪৪৫০৪ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।

Comment using Facebook