যশোর জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত

0
199

স্টাফ রিপোর্টার, যশোর

যশোর ২৫ মার্চ ভয়াল গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সন্ধায় শহরের টাউনহল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দৌল্লা ও যশোর সংবাদিক ইউনিয়নের সভাপতি ফরাজী আহমেদ সাঈদ বুলবুল। আলোচনা সভার আগে প্রতিবাদী নাটক, সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

Comment using Facebook