স্টাফ রিপোর্টার
২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে স্মৃতিচারণ মূলক আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী ও মুক্তিযুদ্ধ ও মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠিত হয়েছে।
অভয়নগর উপজেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর।
উপস্থিত ছিলেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান, ক্রীড়া ব্যক্তিত্ব মইনুর জোহর মুকুল, উপজেলার সম্মানিত মুক্তিযোদ্ধাগণ ও উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাংবাদিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিএম মনি।