কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
অভিনব কায়দায় ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের একটি দোকানে ক্রেতা সেজে টি.সি.বি’র মাল বিক্রয়ের প্রায় সাড়ে ৩ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়েছে একটি চোর চক্র। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মেইন বাজারের মল্লিক এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে।
দোকান মালিক মশিয়ার রহমান জানান, রাতে ৪/৫ জন ক্রেতা দোকানে প্রবেশ করে। এসময় তারা আমাকে বিভিন্ন রকম কসমেটিকস্ মাল ক্রয়ের জন্য বলে।
আমি মাল দেওয়ায় ব্যস্ত থাকায় চোর চক্রের সদস্যরা আমার দোকানের ক্যাশ বাক্সের উপরে একটি কাপড়ের ব্যাগে রাখা টি.সি.বি’র মাল বিক্রয়ের ৩ লক্ষ ৪৫ হাজার ২ শত টাকা নিয়ে পালিয়ে যায়। অন্য সদস্যরা মাল ক্রয় করে চলে যাওয়ার পর বুঝতে পারি তারা আমার টাকা নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কোটচাঁদপুর থানা পুলিশ।