সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনকে সংবর্ধনা

0
158

বেনাপোল সংবাদদাতা

যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিনকে শুক্রবার সকালে বেনাপোলের কাগমারী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। স্কুল চত্বরে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি মাসুদ আক্তার বাবু খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ নাসির উদ্দিন, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহিম সরদার প্রমুখ।

Comment using Facebook