চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় বেপরোয়া মটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মার্মান্তিক মৃত্যু হয়েছে, মারাত্মক আহত হয়েছে মটরসাইকেল চালক। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চৌগাছা-যশোর সড়কে চৌগাছা সদর ইউনিয়ন পরিষদের সামনে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, চৌগাছা সদর ইউনিয়নের দক্ষিন কয়ারপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ ছেলে আশাদুল ইসলাম (৪৫) ইউনিয়ন পরিষদের সামনে চায়ের দোকানের সামনে হতে বাইসাইকেল নিয়ে মেইন সড়কে উঠলে বেপরোয়া একটি মটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সড়কের উপর ছিটকে পড়েন আশাদুল ইসলাম ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দূর্ঘটনায় মটরসাইকেল চালক উপজেলার মির্জাপুর গ্রামের শাহাজান আলীর ছেলে সোহাগ হোসেন (১৮) মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য দ্রুতই যশোরে রেফার করেন। থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।