আন্তর্জাতিক ডেস্ক
নিজেদের অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে জানিয়েছে রাশিয়া।
আল জাজিরা জানায়, গত মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন কি না- এমন প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন। পেসকভ আরও বলেন, আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা সকলের জন্য উন্মুক্ত।