পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছায় ইজিবাইকের ধাক্কায় ৪ বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনাটি শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মুক্তির মোড় নামকস্থানে প্রধান সড়কে ঘটে।
নিহত হুজাইফা গদাইপুর ইউনিয়নের চরমলই গ্রামের মোকছেদ গাজীর ছেলে। স্থানীয় সুত্রে জানাগেছে-শিশুটি খেলার ছলে এক পর্যায়ে সড়কের উপর চলে আসে।
এসময় একটি চলন্ত ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে সে অচেতন হয়ে পড়ে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। এ খবর পেয়ে গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া হাসাপাতালে গিয়ে শিশুটির দাফনের সু-ব্যবস্থা করেন।