নওয়াপাড়া ডেস্ক
মিয়ানমারে বিভিন্ন সময় আটকা পড়া ৪১ বাংলাদেশি সাজা শেষে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এসেছেন। কক্সবাজারের টেকনাফ জেটিঘাটে গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
ফেরত আসা এসব বাংলাদেশি কক্সবাজার ও বান্দরবানসহ বিভিন্ন জেলার বাসিন্দা।
শেখ খালিদ বলেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) হাতে বিভিন্ন সময় অবৈধভাবে প্রবেশের দায়ে বাংলাদেশি নাগরিকরা আটক হন। মিয়ানমার সেদেশের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪১ বাংলাদেশি নাগরিককে মুক্তি দিয়েছে।