কেশবপুর সংবাদদাতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে কেশবপুরে ৬০ জন অসহায় এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার ও নতুন পোশাক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ও বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির সার্বিক তত্ত্বাবধানে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহল আমিনের সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির সদস্য দেবাশীষ আইচের পরিচালনায় খাবার, নতুন পোশাক বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির সদস্য সাইফুল ইসলাম সাইফ, সদস্য আমিনুর রহমান প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন, কেশবপুর শিশু কল্যাণ এতিম খানার তত্ত্বাবধাক মাসুদুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড হুসাইন মোহাম্মদ ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য জিয়াউর রহমান হ্যাপী, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাদাৎ হোসেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বিএম শহিদুজ্জামান শহিদ পৌর কাউন্সিলর কামাল খান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলুসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।