বিশেষ প্রতিনিধি, ফুলতলা
সয়াবিন তেল মজুদকরণ ও অতিরিক্ত মুল্যে তেল বিক্রয়ের দায়ে গতকাল ফুলতলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ ব্যবসায়ীকে সর্বোমোট ৮০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন। অফিসসুত্রে জানা যায়, বুধবার বেলা ১১ টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমন্ত কুন্ডুর নিকট ১৭১ ব্যারেল যার ওজন ১১ হাজার ৩’শ ৬৫ কেজি সয়াবিন তেল মজুদ থাকায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অতিরিক্ত মুল্যে সয়াবিন তেল বিক্রয়ের দায়ে গোপাল চন্দ্রকে ১০ হাজার, মধুসূধন কুন্ডুকে ১০ হাজার ও বিপ্র কুন্ডুকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু।