নওয়াপাড়া ডেস্ক
প্রধানমন্ত্রীর নির্দেশে ২০২৫ সালের মধ্যে দেশের সকল ইটভাটা বন্ধ করে দিয়ে অটো ব্রিকস ব্যবহার করা হবে। যা পরিবেশ বান্ধব এবং ইটের চেয়ে ৩০ শতাংশ টেকসই। অটো ব্রিকস তৈরি করতে সারা দেশে ৫ লক্ষাধিক ব্যাক্তিকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
এইচবিআরআই মহাপরিচালক মো. আশরাফুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ ও ২০৪১ এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্স ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নকল্পে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবেশবান্ধব আবাসন নির্মাণে ভূমিকা রাখছে হাউজিং এ- বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট।