যশোরে শিক্ষা মন্ত্রীকে জেলা আ’লীগের ফুলেল শুভেচ্ছা

0
191

যশোর অফিস

শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি দুই দিনের সফরে গতকাল মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে যশোর বিমানবন্দরে এসে পৌছালে জেলা আ’লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ডা. দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা জানান যশোর জেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সভাপতি, সহ-সভাপতি এ এস এম হুমায়ুন কবির কবু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হারুন অর রশীদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিক বাবু, সদস্য সামির ইসলাম পিয়াস, মোয়াজ্জেম হোসেন, শহর আ’লীগ নেতা আলহাজ্ব ফিরোজ খান, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক নওয়াপাড়া নওয়াপাড়ার প্রকাশক সম্পাদক সাজিদ হোসেন সুপ্তসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য- মন্ত্রী আজ (বুধবার) ২৩ মার্চ সকাল ১০টায় খুলনা সাকিট হাউজে জেলার স্কুল ও কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় এবং সকাল সাড়ে ১১টায় দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজের বইমেলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সন্ধ্যায় মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

Comment using Facebook