বাগেরহাট সংবাদদাতা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী এমপি বলেছেন, খাজাহান আলী বিমান বন্দরের নির্মান কাজ শীঘ্রই শুরু হবে। করোনাসহ নানা কারনে এতদিন খানজাহান আলী বিমান বন্দরের নির্মান কাজ বন্ধ ছিল। শুধু খানজাহান আলী বিমানবন্দর নয়, সকল বিমান বন্দরকে আধুনিকায়ন করা হচ্ছে।
একই সাথে বাংলাদেশের পর্যটন খাতকে বিশ্বমানে উন্নীত করার জোর চেষ্টা চলছে। পর্যটনের সম্ভাবনার জায়গায় আমরা দ্রুত অগ্রসর হচ্ছি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে ১৫টি দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে ‘মুজিব’স বাংলাদেশ ফ্যামিলাইরিজেশন ট্যুর’ এ সুন্দরবন ও ষাটগুম্বুজ ভ্রমনের পর মঙ্গলবার (২২ মার্চ) বিকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মো: মোকাম্মেল হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোঃ রিজাউল করিম, প্রতত্ব বিভাগের খুলনাবিভাগীয় পরিচালক আফরোজা খান, কাষ্টডিয়ান মো: যায়েদ, ষাটগুম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চুসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।