স্টাফ রিপোর্টার, যশোর
যশোরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর (আইজিপি) জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, ‘দেশের মধ্যে কোন অপকর্মকারীকে ছাড় দেয়া হবে না।
দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখতে পুলিশকে প্রস্তুত থাকতে হবে। ভিতরে-বাইরের সব ধরণের ষড়যন্ত্র নিষ্ক্রীয় করতে হবে। দেশের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে হবে। সেই জন্য পুলিশকে ঐক্যবদ্ধভাবে লক্ষ্য স্থির করতে হবে। বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে পুলিশের গুণাবলির বিকাশ ঘটাতে হবে। মঙ্গলবার (২২ মার্চ) যশোর পুলিশ লাইন মাঠে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।’ ক্রীড়া মশাল প্রজ্জ্বলন, শপথ পাঠ, মুক্তিযুদ্ধ ও উন্নয়নমূলক ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানকে বর্ণিলভাবে সাজানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জীশান মির্জা ও খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার)।
যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দারের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, ‘যশোর জেলা সবদিক থেকে এগিয়ে। মুক্তিযুদ্ধের চর্চার মাধ্যমে যশোরে পুলিশকে বড় ভূমিকা রাখতে হবে। কাবাডি, এথলেকিসসহ বিভিন্ন ক্রীড়া চর্চায় পুলিশের সুনাম রয়েছে। আরো বেশি করে ক্রীড়া অনুষ্ঠান করতে হবে। ক্রীড়া চর্চার মাধ্যমে মেধা ও মননের বিকাশ ঘটাতে হবে।
ক্রীড়ার মাধ্যমে পুলিশকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে। দেশে এখন মানুষের ক্ষুধা নেই। জাতি ক্ষুধাকে পরাজিত করেছে। তাই আত্মবিশ্বাস ও মর্যদা বাড়িয়ে তুলতে হবে।’ এ আয়োজনে অতিথি হিসেবে অংশ নেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার আনোয়ার হোসেন, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা পরিষদের মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, চৌগাছা উপজেলা চেয়ারম্যান মোস্তানিছুর রহমান লাড্ডু, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালসহ জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান-মেয়র, ইউনিয়ন চেয়ারম্যানদের ১০০ মিটার দৌড়, অতিথিদের ১০০ মিটার দৌড়, শিশুদের বিস্কুট দৌড়, কলাগাছে ওঠার প্রতিযোগি, অতিথি নারীদের বালিশ বদলসহ ২৭ টি ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।