ফকিরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু

0
180

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জিয়ারুল ইসলাম (৩০) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে জিয়ারুল ইসলাম উপজেলার লখপুর ইউনিয়নের ভট্টখামার বঙ্গবন্ধু পল্লীতে ঘরের কাজ করার সময় বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হন।

স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। সে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বুড়ির পুকুরহাট গ্রামের মো. ওমর আলীর ছেলে।

Comment using Facebook