ভারতে পাচার হওয়া ২৩ কিশোর ও কিশোরী বাংলাদেশে হস্তান্তর

0
226

যশোর অফিস

বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া ২৩ জন কিশোর ও কিশোরীকে বেনাপোল দিয়ে হস্তান্তর। ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ২২ মার্চ সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ২৩ জনকে হস্তান্তর করেছে।

এসময় কলিকাতায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের প্রথম সেক্রেটারী শামিমা ইয়াসমিন স্মৃতি ও বাংলাদেশের পক্ষে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা,মহিলা বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ ইলিয়াস হোসেন বলেন, দেশে ফেরতদের বয়স ২৫ এর নীচে।

বিভিন্ন সময়ে ভারতে যেয়ে কেউ হারিয়ে যায়, আবার কেউ কেউ পুলিশের কাছে আটক হয়ে আদালতের মাধ্যেমে সেদেশের সেইফ হোমে থাকে। ২৩ জন কে ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। জাতীয় মহিলা আইনজীবী সমিতির কো-অর্ডিনেটর রেখা বিশ্বাস বলেন, ফেরত আসা এই সব শিশু কিশোরদের পুর্নবাসনেও কাজ করবে।

Comment using Facebook