বিশেষ প্রতিনিধি, ফুলতলা
ফুলতলা বাজারের গরুহাট এলাকায় জহুরুল ইসলাম নামের আড়াই বছরের এক শিশু পানিতে পড়ে মুত্যুবরণ করেছে। পারিবারিকসুত্রে জানা যায়, ভ্রাম্যমাণ হকার্স ইউনিয়নের সদস্য ও ফুলতলা বাজারের গরুহাট এলাকার বাসিন্দা রমজান আলীর আড়াই বছর বয়সের পুত্র জহুরুল ইসলাম খেলতে গিয়ে বাড়ির পাশের নলকুপের পানি যাওয়ার গর্তে পড়ে মারা যায়।
পরে, পরিবারের সদস্যরা টের পেলে তার পিতা মাতার করুণ আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। মঙ্গলবার জোহর বাদ ফুলতলা বাজার আহমাদিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে উপজেলার ডাবুর মাঠ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।