পুরস্কৃত হলো প্রামাণ্যচিত্র গণফাঁসি ৭৭

0
327

বিনোদন ডেস্ক

মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ১০ম লিবারেশন ডক ফেস্টে সেরা ছবি হিসেবে ইয়থ জুরি অ্যাওর্য়াড পেয়েছে ফুয়াদ চৌধুরী নির্মিত প্রামাণ্যচিত্র ‘গণফাঁসি ৭৭’। গত ১৫ মার্চ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

১৯৭৭ সালের ২ অক্টোবর ঢাকায় সামরিক বাহিনীর একটি অংশের অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন সেনাশাসক জেনারেল জিয়াউর রহমানের নির্দেশে গঠিত বিশেষ সামরিক ট্রাইবুনালের বিচারে সেনা ও বিমানবাহিনীর যেসব সদস্যকে ফাঁসি দেয়া হয়েছিল তাদের মধ্যে ১৯৩ জনের নাম-পরিচয় পাওয়া যায়।

কিন্তু ওই ঘটনার জেরে মৃতের সংখ্যা যেমন ছিল আরো অনেক বেশি, তেমনি কারাদ- ভোগ করেছিলেন অনেকেই। সেইসব রাতের নির্বিচার হত্যার লোমহর্ষক ইতিহাস নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘গণফাঁসি৭৭’।

গণফাঁসি ৭৭’ এর নির্মাতা ফুয়াদ চৌধুরী বলেন ‘১০/ ১১ বছর আগে কানাডায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মিনিস্ট্রি সেক্রেটারি প্রথম আমাকে গণফাঁসি সম্পর্কে বলেন। ১৯৭৭ সালে যারা সিপাহি বিদ্রোহ করেছিলেন তাদের বিশেষ সামরিক ট্রাইবুনালের বিচার করা হয়। সেই ট্রাইবুনালে বিচারক হিসেবে কমিশন নন কমিশন অফিসাররা ছিলেন। যারা বিচার করেন এবং দ্রুত রায় দেন।

Comment using Facebook