প্রধানমন্ত্রীকে স্বাগত জানালো ২০০ রঙিন নৌকা

0
201

নওয়াপাড়া ডেস্ক

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবনাবাদ নদীতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে রঙ-বেরঙের ২০০টি নৌকা।

স্বাগত জানানো ২০০ নৌকায় থাকা জেলেদের হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ১০টা ৪২ মিনিটে দেশের বৃহৎ পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনে বিদ্যুৎকেন্দ্র এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। পরে ১১টা ১৫ মিনিটে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটি সংলগ্ন রাবনাবাদ নদীতে শুরু হয় নৌকা প্রদর্শনী।

এর আগে সকালে নৌকাগুলো রাবনাবাদ নদী মোহনায় সারিবদ্ধ করে রাখা হয়। এর মধ্যে ১শ‘ নৌকা ছিলো পালতোলা, ১শ‘ নৌকায় ছিলো প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন। প্রতিটি নৌকায় রঙ-বেরঙের পোশাকে ৪ জন করে মোট ৮০০ জন জেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

Comment using Facebook