নওয়াপাড়া ডেস্ক
পর্যাপ্ত মজুত রয়েছে, রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, রমজানের শুরুতে ক্রেতারা অনেক পণ্য কিনে মজুত করে। আমরা যদি রমজানের শুরুতে বেশি পণ্য না কিনি, তাহলে দাম বাড়ার কোনো সুযোগ নেই।
এ ছাড়া আমাদের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে। ভ্যাট তুলে নেওয়ার পরে তেলের দাম নিম্নমুখী। গতকাল সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।