জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী বহিষ্কার

0
183

নওয়াপাড়া ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৬ শিক্ষার্থীকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিভিন্ন মেয়াদে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়াও চার শিক্ষার্থীর সেমিস্টার পরীক্ষা বাতিল করা হয়েছে। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র।

সূত্র জানায়, গত ৯ মার্চ শৃঙ্খলা কমিটির ৫৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তারা। সভা থেকে প্রাথমিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরবর্তীতে ১৪ মার্চ সিন্ডিকেটে সিদ্ধান্তটি পাস হয়।

সাময়িক বহিষ্কার হওয়া ১৬ জনের মধ্যে নৃবিজ্ঞান, সঙ্গীত, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রসায়ন, হিসাববিজ্ঞান ও পরিসংখ্যানের শিক্ষার্থী রয়েছেন।

Comment using Facebook