অভয়নগরে নারীর দেহ তল্লাশী করে মিলল ৬০ বোতল ফেন্সিডিল

0
169

স্টাফ রিপোর্টার

অভয়নগরে এক নারী মাদক কারবারির দেহ তল্লাশী করে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ মার্চ) দুপুরে উপজেলার নওয়াপাড়া সরকারি খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ওই নারী ও এক মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।

আটক নারী মাদক কারবারি আবেনুর বেগম (৪৮) বেনাপোল থানার ভবেরবেড় এলাকার আব্দুল হামিদের মেয়ে। আটক মোটরসাইকেল চালক আব্দুল জব্বার (৫০) একই থানার গাইকুর গ্রামের মোঃ আনছার আলী মোল্যার ছেলে।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, একজন নারীকে নিয়ে মোটরসাইকেলযোগে মাদকের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নওয়াপাড়া নুরবাগ এলাকায় অভিযান চালানো হয়। এক পর্যায়ে নওয়াপাড়া সরকারি খাদ্য গুদামের সামনে মোটরসাইকেল চালকসহ এক নারীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে মহিলা পুলিশ সদস্য দিয়ে ওই নারীর দেহ তল্লাশী করলে ৬০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই নারীর বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

Comment using Facebook