নওয়াপাড়ায় বাস-থ্রিহুইলার সংঘর্ষে আহত ২

0
164

স্টাফ রিপোর্টার

শিল্প শহর নওয়াপাড়ায় বাস-থ্রিহুইলার মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। সোমবার দুপুরে অভয়নগর থানার সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর আনুমানিক ২ টার সময় খুলনাগামী বিসমিল্লাহ পরিবহন-৩ নামের একটি থ্রিহুইলারের সঙ্গে যশোরগামী কালনা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় থ্রিহুইলারের চালক জসিম উদ্দিন ও যাত্রী রাব্বি আহত হয়। তবে বাসটি থ্রিহুইলারকে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডা. মামুনুর রশিদ জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনের মধ্যে জসিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নওয়াপাড়া হাওয়ে থানার সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে বাস ও থ্রি-হুইলার পাওয়া যায়নি। তদন্ত চলছে।

Comment using Facebook