ক্রীড়া ডেস্ক
প্রথম দিন রুপগঞ্জ টাইগার্সের কাছে ৭ উইকেটের অপ্রত্যাশিত হারের পর দ্বিতীয় ম্যাচেই জয়ের পথ খুঁজে পেয়েছে আবাহনী।
তরুণ মিডল অর্ডার শামীম হোসেন পাটোয়ারীর ঝড়ো শতক আর বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির স্পিন ঘূর্ণিতে আজ সোমবার বিকেএসপি ৩ নম্বর মাঠে সিটি ক্লাবকে ১১১ রানের বড় ব্যবধানে হারিয়েছে গত লিগের চ্যাম্পিয়নরা।
মারকুটে ওপেনার মুনিম শাহরিয়ার (৩) আর আফগান রিক্রুট নাজিবউল্লাহ জাদরান (১২) কিছুই করতে পারেননি। ৩ রানে উদ্বোধনী জুটি ভাঙ্গার পর শুরুর ধাক্কা সামলে দেন দুই তরুণ নাইম শেখ (৫১ বলে ৩৭) আর তৌহিদ হৃদয় (৭১ বলে ৪৬)। তারা দ্বিতীয় উইকেটে ৭৭ রান জুড়েও দেন। এরপর একটা ছোট্ট মড়ক।
জাদরান আর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত (২৮ বলে ২৪) আউট হলে এক পর্যায়ে ১৩৮ রানের খোয়া যায় ৫ উইকেট। ঠিক ওই অবস্থায় হাল ধরেন দুই তরুণ শামীম পাটোয়ারী আর উইকেটকিপার জাকের আলী নায়েক।