চৌগাছায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

0
164

চৌগাছা (যশোর) সংবাদদাতা

চৌগাছা উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ মোস্তানিছুর রহমান, ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, পৌর মেয়র নূর উদ্দীন আল-মামুন হিমেল।

এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি জিয়াউর রহমান রিন্টু, সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, প্রকৌশল কর্মকর্তা প্রকৌশলী মুনসুর আলী, ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ প্রমুখ।

Comment using Facebook