বিশেষ প্রতিনিধি, ফুলতলা
গতকাল ফুলতলা উপজেলা পরিষদে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা, আশ্রয়ণ প্রকল্পের নির্মানাধীন ৭৭ টি ঘরের কাজ পরিদর্শন, শেখ আমজাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন এবং আব্দুল লতিফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযেগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
কমিটির সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবির কুমার বিশ্বাস, ফুলতলা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী ইয়াছিন আরাফাত, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসকে আলী ইয়াসিন, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, যুবলীগ নেতা এসকে মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য মহাসিন বিশ্বাস, আওয়ামীলীগ নেতা জাহিদ বিশ্বাস, প্রভাষক উদয় কুন্ডু প্রমুখ।