সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত

0
164

ঢাকা অফিস

সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্বচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। ঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘অশনি’; যার অর্থ বজ্র বা বাজ।

নামটি প্রস্তাব করেছে শ্রীলঙ্কা। এদিকে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্র বন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

তবে এই ঝড় বাংলাদেশের দিকে নয়, মিয়ানমার উপকূলের দিকে যাওয়ার শঙ্কা বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ বজরুল রশিদ বলেন, সাগরের সুস্পষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা দেখছি আমরা। আজ সোমবার এটি শক্তিশালী হয়ে উঠতে পারে। তবে এর গতিপথ এখনও মিয়ানমারের দিকে।

Comment using Facebook