বসুন্দিয়া (যশোর) সংবাদদাতা
যশোর সজলের বসুন্দিয়ায় গতকাল রবিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুর রহমানসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান, একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির অর্থ বিষয়ক সহ-সম্পাদক মনজেল মজুমদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা বাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিএনপি নেতা সাইফুর রহমান (৬০) ও মনজেল মজুমদার (৫০) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে তাদের মৃত্যু হয়। নওয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই শাহ আলম ঘটনা নিশ্চিত করে জানান, নিহত দুই জনের বাড়ি যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ঘুনী গ্রামে।