মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাধন শিক্ষক নিহত

0
477

মাগুরা সংবাদদাতা

মাগুরা ঝিনাইদ মহাসড়কের স্টেডিয়াম এলাকায় সড়ক মোটরসাইকেল দুর্ঘটনায় স্টেডিয়াম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাকিব বিশ্বাস (৪৮) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে স্টেডিয়াম এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রাকিব বিশ্বাস মাগুরা শহরের কলেজ পাড়ার শামসুল হকের ছেলে বলে। আহত ৩ যুবকের নাম পরিচয় পুলিশ এখনও জানাতে পারেনি।

স্থানীয়রা জানায়, কাজ শেষে মাগুরা-ঝিনাইদহ সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন প্রধান শিক্ষক আবদুর রাকিব।

এ সময় স্টেডিয়াম পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত আহত হন শিক্ষক আবদুর রাকিব। তাৎক্ষণিকভাবে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের ডাক্তার অমর প্রসাদ তাকে মৃত ঘোষণা করেন।

Comment using Facebook