স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, নওয়াপাড়া মহাশ্মশান কমিটির সভাপতি তাপস কুন্ডু (৫০) বাসের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৮দিন পর শনিবার সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে নওয়াপাড়ায় শোকের ছায়া নেমে আসে।
তাপস কুন্ডুর ছেলে সুদীপ কুন্ডু জানান, শুক্রবার সন্ধ্যায় নওয়াপাড়া মহাশ্মশান থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে বাবাকে খুলনাগামী রূপসা পরিবহন নামক একটি বাস চাপা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে যশোর কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশংকাজনক হওযায় ঢাকার নিউ লাইফ প্রা: হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার আত্মার শান্তি কামনা করে অসংখ্য মানুষ, রাজনীতিবিদ, বিভিন্ন সংগঠন, সামাজিক ব্যক্তিত্বসহ অসংখ্য গুণগ্রাহী শোক বার্তা জানিয়েছেন।