যশোরে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেয়া হবে, জেলা প্রশাসক

0
307

যশোর অফিস

রমজান উপলক্ষে সারা দেশের ন্যায় যশোরেও আজ রোববার থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য সরবারহ করা হবে।

বাজার মূল্যের বিষয়টি মাথায় রেখে সরকার সারাদেশে টিসিবির মাধ্যমে নির্ধারিত মূল্যে তেল, ডাল ও চিনি বিতরণের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে যশোরে এক লাখ ৩৭ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভুর্তুকি মূল্যে দুই দফায় এ টিসিবির পণ্য দেয়া হবে। শনিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

তিনি জানান, জেলার ৮ উপজেলায় রোববার সকাল ১০টায় ৩২জন ডিলারের মাধ্যমে এ বিতরণ কার্যক্রম শুরু হবে। এদিন ৩০ হাজার ৮শ’ ৫০ জন পণ্য ক্রয় করতে পারবেন। আগামী ৩১ মার্চ পর্যন্ত এক লাখ ৩৭ হাজার ৪৩৯ পরিবারকে টিসিবির পণ্য দেয়া হবে। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র হায়দার গণি খান পলাশ প্রমুখ।

Comment using Facebook