ডুমুরিয়া সংবাদদাতা
খুলনার ডুমুরিয়ার রুদাঘরা গ্রামে চরিত্রহীন নেশাখোর স্বামীর অপকর্মের প্রতিবাদ করায় স্বামী-শশুরের হাতে এক গৃহবধু মারপিট ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ভূক্তভোগী গৃহবধু শারমিন খাতুন কে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভূক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রুদাঘরা গ্রামের গর“র ব্যাপারি শহিদুল বিশ্বাসের ছেলে দুশ্চিরত্র নেশাখোর আলামিন বিশ্বাসকে গত বৃহস্পতিবার রাতে তার স্ত্রী শারমিন খাতুন(২১) নেশা করতে বাঁধা দেয়ায় তাকে অশ্লীল ভাষায় গালি গালাজসহ বেদম মারপিট ও নির্যাতন করে। এক পর্যায়ে শারমিন নির্যাতন সইতে না পেরে শুক্রবার সকাল ৭টার দিকে তার দেড় বছর বয়সী শিশুকন্যাকে নিয়ে বাপের বাড়িতে চলে আসার উদ্যোগ নেয়।
বিষয়টি জানতে ও বুঝতে পেরে শারমিনের শ্বশুর শহিদুল বিশ্বাস রুদাঘরা কমিউনিটি ক্লিনিকের সামনে পিচের রাস্তার উপর ফেলে শারমিনের চুল ধরে বেদম মারপিট ও পা দিয়ে সমস্ত শরীরে এলোপাথাড়ি লাথি ও পাড়া দেয়। এতে তার ডান কানের লতি ছিড়ে যাওয়াসহ সমস্ত শরীর নীলা ফোলা ও রক্তাক্ত জখম হয়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনও পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।