চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

0
288

চুয়াডাঙ্গা সংবাদদাতা

চুয়াডাঙ্গা সদরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশনের পাশে বোয়ালমারি-আমিরপুর এলাকায় এ দুর্ঘটনা।

নিহত নারীর নাম নিবারণ নেছা (৭৯)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ানের আমিরপুর গ্রামের রেলপাড়ার মৃত রহমত আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুরে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যাচ্ছিলেন নিবারণ খাতুন। তিনি বোয়ালমারি আমিরপুর স্থান দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই নারী।

Comment using Facebook