তামিমের ব্যাটিংয়ে পুরোপুরি সন্তুষ্ট টাইগার টিম ম্যানেজমেন্ট

0
272

ক্রীড়া ডেস্ক

তার ওপেনিং পার্টনার লিটন দাস (৬৭ বলে ৫০), ওয়ান ডাউন সাকিব আল হাসান (৬৪ বলে ৭৭) ও পাঁচ নম্বরে নামা ইয়াসির আলি রাব্বি (৪৪ বলে ৫০) হাফসেঞ্চুরি করেছেন। সেখানে তার ব্যাট থেকে এসেছে ৪১ রান, স্ট্রাইকরেটও আহামরি না।

বাকি সব ব্যাটারের চেয়ে অনেক কম ৬১.১৯। তারপরও তামিম ইকবালের ব্যাটিং নিয়ে টিম ম্যানেজমেন্ট খুশি। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের ভাষায়, ‘তামিমের ব্যাটিংয়ে আমি সন্তুষ্ট। দারুণ দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে। নতুন বলে ব্যাটিং করা সহজ ছিল না।

তামিম দায়িত্ব নিয়ে প্রোটিয়া পেসারদের মোকাবিলা করেছে। ও খানিক দুর্ভাগা যে নিচু হওয়া বলে আউট হয়ে গেছে। নয়তো বেশ আস্থার সঙ্গে খেলছিল।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ শুরুর আগে আফগানিস্তানের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তামিম (৩ ম্যাচে ৩১ রান) ভাল খেলতে না পারায় সমালোচকরা নড়েচড়ে বসেছেন। সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না- এমন কথাও শোনা গেছে অনেকের মুখে।

Comment using Facebook