বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

0
202

নওয়াপাড়া ডেস্ক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রেজাউল ইসলাম (৩৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। যুবকের লাশ ভারতের অভ্যন্তরে পড়ে আছে।

এ ঘটনায় বাবুল মিয়া নামের (৩৫) আরও এক যুবক আহত হয়েছেন। গত বুধবার দিবাগত গভীর রাতে পাটগ্রাম উপজেলার জগতবেড় শমসেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম (৩৪) পাটগ্রাম উপজেলার পূর্ব জগতবের গ্রামের মুনসুর আলী ছেলে। আহত বাবুল মিয়া একই উপজেলার পূর্ব জগতবের গ্রামের মো. বেলাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত বুধবার গভীর রাতে সীমান্তের মেইন পিলার ৮৬১ এর ৪ নম্বর সাব পিলারের কাছ দিয়ে কয়েকজন গরু ব্যবসায়ী ভারতের ভেতরে প্রবেশ করেন। এ সময় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ন পারাশা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে রেজাউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।

Comment using Facebook