নওয়াপাড়া প্রেসক্লাবে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত

0
151

স্টাফ রিপোর্টার

নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাব অডিটোরিয়ামে প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা এসএম ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান, সহ সভাপতি এসএম মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, কার্য নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহ সভাপতি গাজী রেজাউল করিম,সহ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, সদস্য জসিম উদ্দিন বাচ্চু, রকিবুল ইসলাম রুবেল, ডিআর আনিচ, আনিস শিকদার, আশরাফুল আলম লিপু, শফিকুল ইসলাম পিকুল, কামাল হোসেন, রাজয় রাব্বি প্রমুখ।

Comment using Facebook