স্টাফ রিপোর্টার
শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী উদযাপন করেছে অভয়নগর উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও কেক কাটা হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, সাবেক সহ-সভাপতি ইব্রাহিম হোসেন বিশ্বাস, সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধীর কুমার পাড়ে, আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মোল্যা, শ্রমিকলীগ নেতা সৈয়দ মনোয়ার হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খানম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অর্জুন সেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফারাজী মনির হাসান তাপস, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুলতানা আরেফা মিতা,নওয়াপাড়া পৌর যুবলীগের আহবায়ক হাসান গাজী, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মেহেদী হাসান রাজন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শান্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মোল্যা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ক্বারী নজরুল ইসলাম। পরে জন্মদিনের কেক কাটা হয়। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।