অভয়নগরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

0
167

স্টাফ রিপোর্টার

অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার দিবসের শুরুতে সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ, অভয়নগর থানা, নওয়াপাড়া পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, নওয়াপাড়া ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, নওয়াপাড়া প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে কেক কাটা, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র উদ্বোধন করা হয়। সন্ধ্যায় একই মাঠে শাহ্ হাদীউজ্জামান স্বাধীনতা মঞ্চে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comment using Facebook