সেই ৫ জনকে বাদ দিয়ে টাইগারদের বিপক্ষে দল ঘোষণা

0
192

ক্রীড়া ডেস্ক

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। আইপিএলের জন্য চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বাদ দিয়েই বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের জন্য দল ঘোষণা করলো ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। তিন পেসার কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন এবং দুই ব্যাটার এইডেন মারক্রাম ও রাশি ফন ডার ডুসেনকে রাখা হয়নি ঘোষিত টেস্ট স্কোয়াডে।

এছাড়া ইনজুরির কারণে নেই এনরিখ নরকিয়াও। মূল দলের ৬জন ক্রিকেটার নেই। এ কারণে দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াডে প্রথমবারের মত ডাক পেলেন কাওয়া-জুলু রাজ্যের জুলু জাতির ক্রিকেটার খায়া জোনডো। এই মিডল অর্ডার ব্যাটারকে মনে করা হয় বিধ্বংসী একজন ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ ব্যাটিং করেছেন চলতি মৌসুমে।

Comment using Facebook