বঙ্গবন্ধুর ১৭০ ছবি নিয়ে এফডিসিতে বিশেষ প্রদর্শনী

0
275

বিনোদন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান এবং ১০২তম জন্মদিন উদযাপনে নানা আয়োজনে উৎসবমুখর এফডিসি প্রাঙ্গণ। তারকাসহ নানা সংগঠনের নেতাকর্মীদের আনাগোনায় এফডিসি আজ মিলনমেলায় রূপ নিয়েছে। সকাল ১০টায় এফডিসির মসজিদে কোরআন খতমের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী আয়োজনের কর্মসূচি। এই আয়োজনের অংশ হিসেবে বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের ১৭০টি ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যা সবার নজর কেড়েছে।

শিল্পী সমিতির সামনে এই আয়োজন করা হয়। বিকেলে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা, বিশেষ অতিথি রংপুর-১ আসনের এমপি মশিউর রহমান রাঙা।

Comment using Facebook