আন্তর্জাতিক ডেস্ক
চীনের অন্তত ১৮টি প্রদেশে ডেল্টা ও ওমিক্রন ধরনের দাপটে সংক্রমণের ‘ক্লাস্টার’ ধরা পড়েছে।
করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় এরইমধ্যে শাংহাইয়ে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছেন প্রায় তিন হাজার ৪০০ জন। এটি রেকর্ড।
২০২০ সাল থেকে দেশটিতে এই গতিতে কখনও করোনা বাড়েনি। এতে নতুন করে উদ্বেগ দেখা দিচ্ছে চীনে। মূলত গত একদিনের মধ্যে গোটা চীনে করোনা সংক্রমিতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে।