যশোর শহরে যুবক ছুরিকাঘাত

0
207

যশোর অফিস

যশোর শহরে রিজু আহমেদ (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। সোমবার রাত ৯ টায় শহরের বস্তা পট্টির মোড়ে এর ঘটনা ঘটে। আহত যুবক শহরের বেজপাড়া কার্তিক সেন এর মোড় এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

আহত রিজু আহাম্মেদ জানান, পূর্ব শত্রুতার কারণে শহরের বস্তা পট্টির মোড়ে ১৪ মার্চ সোমবার রাত ৯ টায় অতর্কিতভাবে বেজপাড়া মেইন রোড ছয়তলা বিল্ডিং এর পাশে রবি মহল্লার ছেলে শাকিল (২৭), বেজপাড়া বুনোপাড়া এলাকার ভক্তি মোল্লার ছেলে পিয়াল (২৭),বেজপাড়া বুনোপাড়া এলাকার বুনো আসাদের ছেলে আনিস (২৬), বেজপাড়া মেইন রোড আকবর মহল্লার ছেলে আকাশ (২৬), একই এলাকার ইশারত(২২), ড্রাইভার বাবু (২৪) গং রিজু আহমেদকে ডান রানে বাম পাজরে দুইটা হাতের আঙ্গুলসহ সর্বমোট ৪ টা চাকু দিয়ে স্টেপ করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রিজুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছুরিকাঘাতের ঘটনায় মামলা হয়নি।

Comment using Facebook