যশোর অফিস
গভীর রাতে যশোর শহরের শংকরপুর জমাদ্দার পাড়ার গফুরের মোড়ের মেসার্স কাদের এন্টার প্রাইজ দোকানের সামনে থেকে ১শ’ ৮০পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে।
এ সময় একজন পালিয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, সোমবার দিবাগত গভীর রাত সোয়া ১ টায় র্যাবের একটি টহলদল যশোর পৌরসভার ৭নং ওয়ার্ডের গফুরের মোড় শংকরপুর জমাদ্দারপাড়াস্থ মেসার্স কাদের এন্টার প্রাইজ দোকানের সামনে অভিযান চালিয়ে আব্দুল খালেকের ছেলে সাদ্দাম ও গোপালগঞ্জ জেলার কিনজরি কোটালীপাড়া গ্রামের বর্তমানে শংকরপুর জমাদ্দারপাড়া ইনাত এর বাড়ির ভাড়াটিয়া মতিয়ার রহমানের ছেলে মামুন বিল্লাহকে গ্রেফতার করে।
এ সময় সাদ্দামের দখল হতে ৬০পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৩ হাজার ৬শ’ টাকা দু’টি মোবাইল ফোন মামুন বিল্লাহর দখল হতে ৪০পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় তাদের সহযোগী আসামী শংকরপুর জমাদ্দার মীর আকরাম হোসেনের ছেলে মীর সেলিম ওরফে চান পালিয়ে যায় বলে গ্রেফতারকৃতরা স্বীকার করেন।