স্টাফ রিপোর্টার, কেশবপুর
কেশবপুরের বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় ট্রাস্টির যজ্ঞভূমিতে ১২ মার্চ থেকে শুরু হয়েছে ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্তণ। বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয়েরর ভক্তবৃন্দদের সার্বিক পরিচালনায় আজ ১৬ মার্চ বুধবার ৫ দিন
ব্যাপী মহানাম সংকীর্তণের আজ শেষ দিন। ১৩, ১৪ ও ১৫ মার্চ ছিল হরিনাম সংকীর্তণ।
মহানাম সুধা পরিবেশন করেন খুলনার প্রতিত পাবন সম্প্রদায়, গোপালগঞ্জের সত্য সনাতন সম্প্রদায়, খুলনার কৃষ্ণ গোপাল সম্প্রদায়, খুলনা বটিয়াঘাটার শ্রী অদ্বৈত সম্প্রদায়, খুলনার নিত্যানন্দ সম্প্রদায়, বালিয়াডাঙ্গা দেবালয়ের বানেশ্বর সম্প্রদায়। অধিবাস পরিচালনায় ছিলেন অপরূপ গৌরকিশোর দাস বাবাজী।
অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার সার্বক্ষণিক উপস্থিত ছিলেন।