ক্রীড়া ডেস্ক
আগেই জানা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম মাস ও স্বাধীনতার মাস মার্চেই অনুষ্ঠিত হবে ভারতের বিখ্যাত সংগীতজ্ঞ এ আর রহমানের কনসার্ট।
সব কিছু ঠিক থাকলে, আগামী ২৯ মার্চ মিরপুরের হোম অব ক্রিকেট শেরেবাংলা স্টেডিয়ামে ওই কনসার্টের আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কনসার্টে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষভাবে রচিত গান পরিবেশন করার কথা এ আর রহমানের। কনসার্ট আয়োজনের জন্য এখনও দুই সপ্তাহের মতো সময় বাকি আছে।
তবে আজ সন্ধ্যা থেকেই সেই কনসার্ট আয়োজনের কার্যক্রম শুরু হয়ে গেছে বলা যায়। মঙ্গলবার শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা।
মিরপুর শেরে বাংলায় মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড এবং নবাগত রূপগঞ্জ টাইগার্স। ম্যাচটি শেষ না হতেই সন্ধ্যায় হঠাৎ শেরে বাংলায় এসে উপস্থিত আট দশজনের একটি গ্রুপ। শেরে বাংলার পূর্ব দিকের গ্যালারির দিকে মঞ্চ তৈরির প্রাথমিক কাজ শুরু করলেন তারা।